মা
নদীর জলের মাঝে থেমে
তোমার ছোট তরী
তাকে আমি দুই হাতেতে ধরি ।
ইচ্ছে আমায় এমনি করে ভাসায়
যেমন ভাসে নদীর জলে
ছোট্ট সবুজ লতা ।
তোমার আঁচল মুঠোয় ছিল সেবার
একটু হেসে টেনে নিলে
আঁচল খানা তোমার –
আমি সেই ভয়েতেই মরি
তোমার হাসি গরঠিকানায়
হারিয়ে গেছে তার,
এক চিলতে রোদ্দুর আর
এক চিলতে হাওয়া
রাখব তাকে বুকের মুঠোয়
রাখব বেঁধে মায়ায় ।
If you want to leave a feedback to this post or to some other user´s comment, simply fill out the form below.
Comment by Suman Gupta Bagla
Beautiful Sweet thoughts
Comment by Sonita Majumdar
Anindita, Ma kobita ta Mon chhute gelo.Aro lekho