Probashi

মেয়েটা

poem_picture_woman

Illustration : Rani Bhowani

মেয়েটা

সেই মেয়েটা চলছিল পথ নির্জনে

চেনা পথে ভয় ছিলনা তার মনে

এই বয়সে শরীর জোড়া ছন্দ তার

শুনলনা কেউ পথের বাঁকে সে চীৎকার —

আজ সকালে পাখায় সে যে ঝুলছিল

মায়ের বুকে পা জোড়া তার ঠেকছিল

মানুষ হয়ে বাঁচা ছিল দরকারি

এই কথাটাই বুঝলনা সে বোধ করি ।

সেই মেয়েটা বাঁচতে কেন শিখলনা

দু চোখে তার স্বপ্ন কেন বুনলনা

শরীর থেকে একটু কেন উঠলনা

হায়না এবং কুকুর গুলো শুনলনা –

সেই মেয়েটা মানুষ ছিল আসলে

শরীর শুধু যায় যে পশুর দখলে

চোখের জলে ভাসল কেন মন টা তার

প্রতিবাদের ভাষা কেন নিরুচ্চার?

এমনি করে ঝুলবে বলেই ভাবছিল?

পা জোড়া তার মায়ের বুকে ঠেকছিল

এই মেয়ে তোর চারপাশে আজ আমরা, তাই

শ্মশান থেকেও ফিরে আসিস, আমরা চাই।


3 Comments »

  1. Comment by shomi banerjee

    Very good…..

  2. Comment by aniruddha sarkar

    Hriday sparsha kore jai…….

  3. Comment by Suman Gupta Bagla

    Touching the soul felt reading the same, time worth spent..keep it up….all the best…

Leave a comment

If you want to leave a feedback to this post or to some other user´s comment, simply fill out the form below.

(required)

(required)