ফেরা
মাধবী চক্রবর্তী
বার বার জীবনের সিঁড়ি ভাঙা অঙ্ক ভুল করে
অসফল হতে হতে এক দিন তীব্র হতাশায়,
সম্পর্কের মাকড়সার মায়া জাল ছিন্ন করে নিয়ে
মৃত্যু চিন্তা জীবনকে ঠেলে দেয় অন্তিম যাত্রায়-
হেমন্ত কুয়াশা ঘেরা তরুণ চাঁদের
বিষণ্ণতা মাখা এক ভূতুড়ে আলোয়,
মাঠেদের বুক থেকে উঠে আসে দীর্ঘ শ্বাস
প্রেতিনী আলেয়া নাচে জলার কিনারে।
সমান্তরাল দুই ইস্পাতের ঋজু রেখা ধরে
নিশ্চিত অন্তের দিকে মৃত্যু ইচ্ছা দ্রুত হেঁটে চলে।
ওদিকে জীবন তার হলদে পাতার খাতা খুলে
পূরাণো হিসাব কেটে নূতন অঙ্ক নিয়ে বসে।
তখন পরীর দল জ্যোৎস্নার মিহি সুতো ধরে
সোনালি ধানের ক্ষেতে নেমে এসে ছুটোছুটি করে;
হিমেল হাওয়ায় দোলে ধান গাছ সে পরশ পেয়ে,
হাওয়ায় হিন্দোল জাগে, কুয়াশা চাদর যায় সরে।
অশ্রুর শিশির ঝরে মাঠ ঘাট সব ভিজে যায়
জীবন আবার করে একটি সুযোগ পেতে চায়।
ইস্পাতের রেখা ধরে রক্তচোখে মৃত্যু ধেয়ে আসে
জীবনের আশা তাকে মূহুর্তে সরায় এক পাশে।
আলো, অন্ধকার আর সুখ-দুঃখ বেঁধে বাহু পাশে
জীবনকে আবার সে চুমু খায় গভীর বিশ্বাসে।
If you want to leave a feedback to this post or to some other user´s comment, simply fill out the form below.
Comment by Rani
Lovely…
Comment by Goutam Kar
oshadharon. although at the moment I am having eye problem, unable to read para completely, few words create curiosity & atmosphere.
Comment by shomi banerjee
Good good……..khub bhalo ..