Probashi

খোলা চিঠি – আত্মজ কে

berthe_morisot_le_berceau_the_cradle_1872

The Cradle’ painted by Berthe Morisot (1872) is one of world’s most famous painting portraying a mother’s intimacy and care for her child.

ছোট ছোট হাত দুটি

কি বিশ্বাসে জড়াতো যে গলা,

আধো আধো বুলি তার

সেই সে প্রথম কথা বলা।

সময় পেরিয়ে গেছে,

মুছে গেছে স্নিগ্ধ কলগীতি,

সুখ গেছে, শূন্য ঘরে

একাকিনী কাঁদে রিক্ত স্মৃতি।

অনেক তো হলি বড়,

মানুষ হলি না কেন সোনা?

স্নেহ ভালবাসা দিলে

প্রাপ্য তবে শুধুই বঞ্চনা?


No Comments »

No comments yet.

Leave a comment

If you want to leave a feedback to this post or to some other user´s comment, simply fill out the form below.

(required)

(required)