[one_half]
শরীরে শরীর মিলেছে
চোখে চোখ, হাতে হাত
ঠোঁটে তোমার বুবুক্ষু উষ্ণতা
আনন্দে ভেসে যেতে চেয়েছে মন –
তোমার পৌরুষ, তোমার গৌরব
তোমার সৌন্দর্য, তোমার বাসনা
তোমার মাঝে চেয়েছিলাম পরিপূর্ণতা
খুঁজেছিলাম সেই পরশপাথর
উষ্ণতার মাঝে সেই স্নিগ্ধতা
সাগর গভীরে অসীম বেঁচে থাকা –
কত যুগ ধরে –
ঝোড়ো হাওয়ার প্রবল জোয়ারে
হাড় হীম করা শীতের তিমিরে
কোকিলের সেই মিষ্টি গানে –
বেদনা বিহ্বল আধো অন্ধকারে
মন চেয়েছে ছুঁতে তোমার মন –
নীরব আশ্রু বুকে
অধরা আজও ফেরারী মন –
তাই অন্তহীন প্রতীক্ষায়ে
আবছায়া স্বপ্নগুলো মনের গহনে
নিভৃতে অভীমানে,
আজও আমি একা
সেই তোমার অপেক্ষায়ে।।
[/one_half]
[one_half_last][/one_half_last]
No Comments »
No comments yet.
Leave a comment
If you want to leave a feedback to this post or to some other user´s comment, simply fill out the form below.