Probashi

অন্য জীবন

[one_half]

ছেলেটা দাঁড়িয়ে আছে এক মনে –
ঠাসাঠাসি ভীড় আর মানুষের কোলাহল
ইদুঁর দৌড়, জীবনের জাঁতাকল
তবু সে শান্ত, নীরব অবিচল।

দূরে লাল বাতি সবুজ হয় –
স্টেশন চত্ত্বর আবার বর্ণময়
সমান্তরাল রেখা, আর দানবের গতি
ছকে বাঁধা জীবন, সন্তান-সন্ততি।

ছেলেটা ঠায়ে দাঁড়িয়ে
ভাবে আপন মনে
হয়ত আছে সুখ “ছোট্ট গৃহ-কোণে”
তবু কেন পৃথিবী বার বার টানে
মন ভরেনা তার নিশ্চিন্ত জীবনে।

সোনালী পাহাড়,
নিশ্চুপ বনানী,
সমুদ্রের নীল রঙ –
শান্ত হরিণী।

জিনের সম্পর্ক সামাজিক দায়ে
সব কিছু ভুলে
অসীমকে ছুঁতে চায়।

জটিল জীবন, রক্ত ঝরে বুকে –
ছেলেটা ঠায়ে দাঁড়িয়ে
প্ল্যাটফর্মের কোণে।।

[/one_half]

[one_half_last]

rani1

[/one_half_last]


No Comments »

No comments yet.

Leave a comment

If you want to leave a feedback to this post or to some other user´s comment, simply fill out the form below.

(required)

(required)