Probashi

হে মানুষ

pseth_photo

Photograph by Debaditya Sarkar

হে মানুষ
by Pintu Kumar Seth

হে মানুষ ,
তুমি কি নিজেকে দেখেছ
খোলা আকাশ এর নীচে
চিৎ হয়ে শুয়ে ?
নয়তো বা হিমালয়এর
পাহাড় এর নীচে দাঁড়িয়ে
তুমি কি দেখেছো ভূকম্পে
বড় বড় অ্ট্টালিকা
নিমেষে লুটিয়ে পড়ে ধরাতলে
কিংবা পুরো শহর ভেসে যায়
বন্যার জলে
তুমি কি দেখছো ? হাওয়াই জাহাজের
থেকে তোমার দুনিয়া কে
কতটুকু বি্ন্দুমা্ত্র দেখায় ?
অথবা সাইক্লোন যখন তোমার
বাড়ি বা গাড়ি কাগজের মতো
উড়িয়ে নিয়ে যায়
তবে কেন তোমার এতো
অহংকার , নিজেকে
বড় দেখানোর জন্য চে্ষ্টাকে কর দু্র্বার


1 Comment »

  1. Comment by Sriprakash Bhattacharya

    Beautiful

Leave a comment

If you want to leave a feedback to this post or to some other user´s comment, simply fill out the form below.

(required)

(required)