Probashi

আত্মজীবনী এবং বসন্ত কাল

illustrationpoem

Illustration by Rani Bhowani

আত্মজীবনী এবং বসন্ত কাল

এবার বুকে আগুন রেখে দিলাম,
এখন থেকে জীবন সুরু হোক.
তোমার দু হাত আমার হাতে নিলাম,
তোমার দু চোখ আলোর নদী হোক.

সাগর সিঁচে ঝিনুক মেলে জানি,
ঝিনুক ভেঙ্গে মুক্ত কজন পায়?
আমি মুক্ত মালাও ছিড়তে রাজি আছি.
যদি দখিন হাওয়াই তোমায় ছোয়া যাএ .


No Comments »

No comments yet.

Leave a comment

If you want to leave a feedback to this post or to some other user´s comment, simply fill out the form below.

(required)

(required)