Probashi

কিছুটা

কিছুটা
by Sambit Guha

hotat2

Photo Debaditya Sarkar

কিছুটা রাগ কিছু চোখের জল,
             কতকগুলি শব্দ দাড়ি কমা,
গুটি কয়েক লাইনের বিন্যাস –
            বাছাই করা যুতসই উপমা।
কিছু ব্যাথা বুকের ভেতর থেকে,
            কিছু কথা পরের থেকে শিখে,
নিজের সঙ্গে নিজের পরিচয়
           কবিতার জন্ম হঠাৎ হয়।.
কিছু কথা সপাট মুখের উপর,
          কিছু কথা বাঁকা একটুখানি।
সোহাগ ভরে শব্দে গেথে মালা,
          কিছু কথা ভীষণ অভিমানী ।
কিছু শব্দ ভাবতে ভালোবাসে –
          কয়েকটি লাইন স্বপ্ন দিয়ে লেখা,
কিছু কথা ভেজা ভালোবাসায়
          নতুন করে জীবন খুজতে শেখা।
এমনি করে হৃদয় মেলে লেখা,
          জীবন থেকে খুজে নিয়েই শেখা।
নিজের ছবি দেখি যে আয়নায়-
          মনের সামনে দাড়াই যখন একা ।


1 Comment »

  1. Comment by Subhrajit Basu

    Darun Lekhata….Aro Lekhar Opekkhay Roilam….

Leave a comment

If you want to leave a feedback to this post or to some other user´s comment, simply fill out the form below.

(required)

(required)