Paper on charcoal by Rani Bhowani/ founder The Treasures of Innocence/ https://www.facebook.com/MyTreasuresOfInnocence
কবিতা কণা
Poem by Anindita Ganguly
উপনিষদে মানুষকে বলা হয়েছে যে সে অমৃতের সন্তান । আরও এগিয়ে ঋষি উদ্দালক তাঁর পুত্রকে বলছেন তত্তমসি শ্বেতকেতু । সমস্ত উপনিষদে মানুষকে ব্রহ্ম বলা হয়েছে । বলা হয়েছে আমাদের সৃষ্টিকর্তা পরম ব্রহ্ম স্বয়ং । তাই সেই পরম পিতার প্রতি আমরা সবাই জ্ঞানে অজ্ঞানে প্রবল আকর্ষণ অনুভব করি । যা থেকে সৃষ্ট তাইতেই ফিরে যাওয়ার অপ্রতিহত গতি । কবিতা কয়টি সেই আকর্ষণের প্রমাণ ।
১
নিত্য তুমি এক
বসত তোমার মানবদেহে
প্রকাশে অনেক ।
( একং সৎ বিপ্রা বহুধা বদন্তি )
২
পরম ‘জীবন’
কুড়ায়ে পেয়েছি জীবনের ধন
অমুল্য এক মাণিক ।
(… যমেবৈষ বৃণুতে তেন লভ্য। কঠোপনিষদ। মাণিক আত্মা আপনা থেকে লাভ হয়, কুড়িয়ে
পাওয়া যায় । সাধনায় নয় । আত্মা যাকে বরন করেন তাঁরই আত্মা সাক্ষাৎকার হয় )
৩
তোমার সৃষ্টির মাঝে
তুমি আছ তাই
এ বিশ্ব চরাচরে
তোমাকেই মনে পড়ে
তব প্রেমে অন্তরে
আপনারে পাই ।
( নিত্যহ নিত্যানাং চেতনশ্চেতনাং / এক বহুনাং য
বিদধাতি কামান / ত্বমাত্মস্থং যেহনুপশ্যন্তি ধীরা / স্তেষাং শান্তি শাশ্বতী – কঠ )
৪
সত্য স্বরূপ
অনন্ত জ্ঞান
ব্রহ্ম তারে কই
আনন্দে তাঁর
স্বয়ং প্রকাশ
অমৃতময় হই ।
( সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম আনন্দরূপম অমৃতম …।)
৫
জা্নিয়াছি আমি, তুমি সে পুরুষ
শুভ্রবরণ শুদ্ধস্বরূপ
তিমির বিনাশী সুধা অভিলাষী
আমার প্রাণের মানুষ ।
(বেদাহমেতং পুরুষো মহান্তং আদিত্য বর্ণং তমসঃ পরস্তাৎ …।)
৬
স্বপ্নে যখন জাগাও তুমি
মন যমুনায় লহর ওঠে
লীলাময়ের অপার লীলায়
কমলকলি হঠাৎ ফোটে ।
(য এষ সুপ্তেষু জাগর্তি কামং কামং পুরুষোঃ নির্মিমাণঃ …।)
( নিত্যহ নিত্যানাং চেতনশ্চেতনাং / এক বহুনাং য
বিদধাতি কামান / ত্বমাত্মস্থং যেহনুপশ্যন্তি ধীরা / স্তেষাং শান্তি শাশ্বতী – কঠ )
৭
পিতা তুমি উন্মোচন কর
মিথ্যা মায়া আবরণ ।
দেখে নিতে দাও তোমার
ভুবনমোহন রূপ ।
সংবরণ কর তোমার তেজ –
আমি তোমার স্নেহের প্রত্যাশী ।
আজ আমার শেষ নিঃশ্বাস
বিলীন হবে উজ্জ্বল আগুনে ।
এখন স্মরণ কর আমাকে ।
যে পূর্ণ থেকে এসেছিলাম
সেই পূর্ণ ডাকে ।
পিতা স্পর্শ দাও , বিলীয়মান
সত্ত্বায়, জাগরুক হোক চির কল্যাণ ।
( ঈশোপনিষদ ১৬, ১৭ )
ত্পিতার দেহ ও চেতনা থেকে আমাদের জন্ম ও আবার সেই শুক্রেই আমরা ফিরে যাই । তাই পিতা জনক আবার পিতাই পরম আশ্রয় ।
If you want to leave a feedback to this post or to some other user´s comment, simply fill out the form below.
Comment by Bhargab Dhar
অসাধারণ কবিতাগুলো। আপনি যদিও কবুল করেছেন যে য়াপনিশক্তি চট্টোপাধ্যায় থেকে খুবই অনুপ্রাণিত, কিন্তু রবীন্দ্রনাথের পরে এমন সহজ সরল ভাবে উপনিষদের কথা কাউকে বলতে শুনিনি।
Comment by Lipika Misra
Darun laglo. Keep on writing.